কোয়ারেন্টাইন অমান্য : গোলাপগঞ্জে তিন প্রবাসীকে জরিমানা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

কোয়ারেন্টাইন অমান্য : গোলাপগঞ্জে তিন প্রবাসীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধিঃঃ

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়েছে আতঙ্ক। দিন দিন মৃত্যুর মিছিল বাড়ছে, বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাদেশেও আজ শনিবার (২১ মার্চ) ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ২ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত রয়েছেন ২৪ জন। বার বার বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য বলা হচ্ছে। তবে অনেকে এটি মানতে রাজি নন। যারা মানছেন না, তাদেরকে জরিমানাসহ কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, করা হচ্ছে জরিমানাও।

হোম কোয়ারেন্টাইন না মেনে প্রকাশ্যে ঘোরাফেরা করায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার রণকেলী গ্রামে এক যুক্তরাষ্ট্র ও দুই যুক্তরাজ্য প্রবাসীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ একদল পুলিশ।

জরিমানাদাতারা হলেন- পৌর এলাকার দাড়িপাতনের যুক্তরাজ্য প্রবাসী, রণকেলী দিঘীরপাড় গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ও লামার দক্ষিণভাগ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী।

এ বিষয়ে মামুনুর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইন না মানায় এই তিন প্রবাসীকে জরিমানা করা হয়েছে। উপজেলার যে প্রবাসী হোম কোয়ারেন্টাইন মানবেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।