সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরুল কায়েসের বাবা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরুল কায়েসের বাবা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। তার একটি পা ভেঙে গেছে ও কানে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তারা। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের ওসি শাহ দারা খান জানান, বানি আমিন বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সঙ্গে ধাক্কায় আহত হন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যাওয়াসহ কানে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর থেকে রেফার্ড করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল