কুলাউড়ায় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে মাঠে নামলেন মেয়র শফি আলম ইউনুছ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

কুলাউড়ায় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে মাঠে নামলেন মেয়র শফি আলম ইউনুছ

নিজস্ব প্রতিবেদক:
কুলাউড়ায় পৌরশহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে মেয়র নিজেই অফিসের স্টাফ নিয়ে মাঠে নেমেছেন মেয়র শফি আলম ইউনুছ। কঠিন এই মুহুর্তে মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধ থেকে জনসাধারণ ঝুঁকিমুক্ত থাকতে জীবানুনাশক স্প্রে ছিটাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। শহরকে নিরাপদ রাখতে পৌরসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে এই জীবানুনাশক স্প্রে ছিঁটানো হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান কুলাউড়া পৌরসভার মেয়র মো. শফি আলম ইউনুছ।

শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি বড় পানির ট্যাংকের মাধ্যমে এ জীবাণুনাশক ছিঁটানোর কার্যক্রম চলে শহরের প্রধান প্রধান সড়কসহ রেলস্টেশন প্রাঙ্গণে। এসময় তদারকিতে ছিলেন পৌর মেয়র মো. শফি আলম ইউনুছ, পৌর সচিব শরদিন্দু রায়, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন, পৌর কাউন্সিলার মন্জুরুল অালম চৌধুরী খোকনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি।

এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মুখ থেকে জীবানুনাশক স্প্রে ছিঁটানো কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ ভবন, সরকারি সকল অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, হাসপাতালের আইসোলেশন ইউনিট, হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টার, হাসপাতালের সম্মুখভাগ, কুলাউড়া থানা,রেলস্টশন প্রাঙ্গণ, শহরের প্রধান প্রধান মসজিদ প্রাঙ্গণ, বিপনী বিতান ও শহরের জনগুরুত্বপূর্ণস্থানে এই জীবানুনাশক স্প্রে ছিঁটানো হয়।

এসময় সরেজমিন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, পৌর মেয়র শফি আলম ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান প্রমুখ।

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় প্রতিদিন ৪৩০০ লিটার করে মোট ৮৬০০ লিটার জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটানো হচ্ছে।

কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ শফি আলম ইউনুছ জানান, পৌরসভার পক্ষ থেকে শহরকে নিরাপদ রাখতে জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটানো কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। সপ্তাহে অন্ততো ৩-৪ দিন পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাতে এ জীবাণুনাশক স্প্রে ছিঁটানো হয়েছে এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে। এছাড়াও এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে জরুরী কাজ ছাড়া স্থানীয় জনসাধারণকে ঘরের বাইরে অহেতুক ঘোরাফেরা না করার পরামর্শ দেন। পাশাপাশি জনস্বার্থে যে কোন সহযোগিতায় পৌরসভা পাশে থাকবে।