মোগলগাঁও ইউনিয়নে জীবানুনাশক ঔষধ ছিটানো অব্যাহত

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

মোগলগাঁও ইউনিয়নে জীবানুনাশক ঔষধ ছিটানো অব্যাহত

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়ার উদ্যোগে দ্বিতীয় দিনের মত সোমবার সকালে করোনা প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোগল গাঁও ইউনিয়নের ১,২,৩,৭,৮,৯ ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মসজিদে বাড়ি ঘরের আশেপাশে ও পথচারীদের মধ্যে জীবানুনাশক ঔষধ ছিটিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন ১নং সদস্য মোক্তার আলী ,২নং সদস্য আশিক মিয়া ,৩ নং সদস্য শফিক আহমেদ ,৬ নং সদস্য তাজিজুল ইসলাম ,৭ নং সদস্য মুজিবুর রহমান ,৮নং সদস্য ফজলু মিয়া ,৯নং সদস্য মঈন উদ্দিন , সমাজ সেবক আপ্তাব উদ্দিন , মোরাদ হোসেন ,হোসাইন আহমেদ ,দিলোয়ার আহমেদ , জাকির হোসেন,জইন উদ্দিন,নূর আহমেদ তালুকদার , সেবুল আহমেদ , কামরান উদ্দিন অপু,সালেহ আহমেদ , সহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নিপু প্রমুখ-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল