কুলাউড়ায় ৪’শত মানুষকে খাবার দিবে পুলিশ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

কুলাউড়ায় ৪’শত মানুষকে খাবার দিবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী’ এই শ্লোগানকে সামনে রেখে জেলার কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে করোনা পরিস্থিতিতে অসহায় ও শ্রমজীবী মানুষকে খাবার দিবে কুলাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) থানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

থানা সূত্র মতে, শুধুই মানবতার কল্যাণে বৃহৎ এই উপজেলার পৌরশহর ও ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের টহল গাড়ির মাধ্যমে মোট ৪’শত পরিবারের মধ্যে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্য তালিকায় রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও ১টি সাবান। খাবার গাড়ী উপজেলার গরীব ও শ্রমজীবীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে থানার ওসি’র সরকারি (০১৭১৩-৩৭৪৪৪৩) নাম্বারে যোগাযোগের আহবান করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়ারদৌস হাসান বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবতার লক্ষে অামাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।