২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
দূযোর্গেই প্রকৃত মানুষের মনুষ্যত্ব জেগে ওঠে। তাদের কিছু কাজ হয়ে ওঠে অনুসরণীয় ও প্রসংশনীয়। তেমনি একজন দরদীমনের মানুষ মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাহতাব ম্যানশনের স্বত্বাধিকারী মাহতাব মিয়া। করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সারাদেশে যখন চলছে লকডাউন। সম্পূর্ণ বন্ধ রয়েছে সকল দোকানপাট।
এমতাবস্থায় ব্যবসায়ীদের দু:শ্চিন্তা কিছুটা লাঘব করতে তাঁর মার্কেটের সকল দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে অনন্য দুষ্টান্ত দেখালেন জুড়ী কামিনীগঞ্জ বাজারের মাহতাব ম্যানশনের স্বত্বাধিকারী মাহতাব মিয়া। তিনি তাঁর মালিকানাধীন তিনটি মার্কেটের ২৭টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিলেন।
মার্কেট মালিক মাহতাব মিয়ার পুত্র শামীম আহমদ জানান, করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব স্বব্ধ হয়ে গেছে। করোনার সংক্রমন ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে সারাদেশে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ভাড়া দিবে। তাঁদের সমস্যা বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্তে আমাদের মার্কেটের ২৭ জন ব্যবসায়ীর এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। এ দুঃসময়ে জুড়ীর সকল মার্কেট মালিকগন দোকানদারদের সহযোগিতায় এগিয়ে আসলে ব্যবসায়ীরা উপকৃত হবে।
এদিকে মাহতাব মিয়া ব্যবসায়ীদের এক মাসের ভাড়া মওকুফ করায় ব্যবসায়ীরা খুবই আনন্দিত।
অন্যদিকে, মাহতাব ম্যানশনের মালিকের এ উদারতায় শুধুু ভাড়াটিয়া নয়, জুড়ীর অন্য ব্যবসায়ীরা মুগ্ধ হয়ে অন্যান্য মার্কেট মালিকদের এরকম মহানুভবতার পরিচয় দেয়ার আহবান জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D