২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল এখন নীরব। পর্যটন নগরী হিসেবে ব্যস্ত শহর এই শ্রীমঙ্গল। যে শহরে কিছুদিন আগেও যানবাহনের জট সৃষ্টি হতো, সেই সড়কে কয়েকটি রিকশা, ভ্যান ছাড়া কিছু দেখা যাচ্ছে না।
করোনাভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনা এবং আতঙ্কে এই নিস্তব্ধতা।
সাধারণত শহরের হবিগঞ্জ সড়ক থেকে চৌমুহনা, স্টেশন রোড, ভানুগাছ রোডে যানবাহনের জট লেগ থাকতো। সেই সড়কে কয়েকটি ব্যাটারিচালিত রিকশা, ভ্যান দাপিয়ে বেড়াচ্ছে।
ঢাকা-সিলেট হাইওয়ে রোড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তাঘাট ফাঁকা। শহরের ব্যস্ততম চৌমুহনা চত্বর মোড়ে যানবাহনের জটলা নেই, নেই হৈ চৈ। দু’-একটি অটোরিকশা চলতে দেখা গেলেও যাত্রী তেমন ছিল না। যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে।
রিকশাচালক আব্দুল জব্বার জানান, রাস্তায় লোকজন নেই। সারা দিনে ভাড়া পাওয়া যায় মাত্র তিন/চারটি।
তিনি জানান, শহরে কোনো মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। যারা বের হচ্ছে, আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার বাসায় ঢুকে যাচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, শহরে কোথাও মানুষকে অযথা ঘোরাফেরা করতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন মাইকিং করে জনগণকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। গ্রামের বাজারেও পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D