২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনি এলাকা মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১৭শ’ অসহায় পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ শুরু হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১ শ’ পরিবার এবং জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৬শ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই করে কেজি ডাল দেওয়া হয়।
এর আগে পরিবেশমন্ত্রীর নিজ উদ্যোগে করোনাভাইরাস থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস, হাসপাতাল, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একশ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ উপলক্ষে এক ভিডিও বার্তায় পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতোমধ্যে দরিদ্র, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সাহায্য বিতরণ করেছে। অসহায় মানুষের জন্য সরকারের এ ত্রাণ সহায়তা চলমান থাকবে।’
তার নির্বাচনি এলাকার জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই আপনাদের পাশে আছি, আল্লাহর রহমতে আমার এলাকার কেউ না খেয়ে থাকবে না।’
জরুরি প্রয়োজন ছাড়া কোনও অবস্থায়ই ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘একান্ত প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। সবার সহযোগিতায় সরকার করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D