বড়লেখায় ১২১ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

বড়লেখায় ১২১ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১২১ টি পরিবারের মাঝে শুক্রবার বিকেলে খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় তাদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন উদ্দোক্তা নজরুল ইসলাম ডেল।
এসময় তিনি করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে সবাইকে ঘরে থাকতে, গণজমায়েত এড়িয়ে চলতে এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলতে বলেন।
করোনায় সামাজিক নিরাপত্তা বজায় রাখতে ১২১টি পরিবারের মধ্যে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ইত্যাদি বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ১০ নং দক্ষিণভাগের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম ডেল। বিশিষ্ট সমাজসেবক আছার আলী, সমাজসেবক পাকি মিয়া,সমাজসেবক আব্দুর নূর আর্মি, সমাজসেবক তুরাব আলী তুরাই, সমাজসেবক ছলিম উদ্দিন, সমাজসেবক বকুল মিয়া, সমাজসেবক কুটুবলাই প্রমুখ