শ্রীমঙ্গলের নওয়াগাঁয়ে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

শ্রীমঙ্গলের নওয়াগাঁয়ে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামে দেশের ক্রান্তিকালে করোনা ভাইরাস আতংকে কর্মহীন গৃহমূখি দারিদ্র ৪৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিলো উপজেলার নওয়াগাঁও গ্রামে সচেতন যুবকরা। শুক্রবার (৩ এপ্রির) সকাল ১১ঘটিকায় ঠাকুর বাণীর থলী নওয়াগাঁয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়,করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে নওয়াগাঁও গ্রামের কয়েক জন যুবক উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে ডা: সুমন দেবনাথের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন এলাকার সচেতন যুবক,লিটন পাল,গোবিন্দ পাল,লিটন দেবনাথ লিটু,অমল পাল,ঝলক দেবনাথ,উজ্জল দেবনাথ,নিপুল দেবনাথ,অর্জুন পাল,মলয় পাল,লিটনপাল প্রমুখ যুববৃন্দ। দেশের দারিদ্র কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণের মতো মহৎ উদ্যোগকে স্বাগত জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম সাথে যুকবদের ধন্যবাদ ও জানান।