কুলাউড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

কুলাউড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
কুলাউড়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার উপজেলার হাজিপুর ইউনিয়নের কাউকাপন এলাকায় বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের পক্ষে আব্দুল মুকিদ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের কাউকাপন গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের সাথে পাশ্ববর্তী আব্দুল কুদ্দুছের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। শুক্রবার বিকেলে আব্দুল কুদ্দুছের পক্ষের লোকজন জোরপূর্বক পুকুরের মাছ ধরে নিয়ে যাবার সময় বাঁধা দেন আব্দুল মান্নানের পক্ষের লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্দুল কুদ্দুছের ছেলে সানু মিয়ার নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী ও রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রামের বাসিন্দা আবুল হাসান, আবু সুফিয়ান, হোসেন মিয়া, আব্দুল আহাদ জাহির দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। অতর্কিত হামলায় আব্দুল মান্নানের পরিবারের বেবী নাজমীন, নীলুফা বেগম, আলকাছ বক্স, আব্দুল মান্নান, হাওয়া বেগম ও মাহমুদা বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেবী নাজমীন, নীলুফা বেগম, আলকাছ বক্সের অবস্থা গুরুতর। এর মধ্যে নীলুফা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলায় আহত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মুকিদ বাদী হয়ে কুলাউড়া থানায় সানু মিয়াকে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের বাসিন্দা আবুল হাসান বাদী ৮জনের বিরুদ্ধে পাল্টা আরেকটি লিখিত অভিযোগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী জানান, উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।