সিলেটে অসহায় হয়ে পড়েছে পত্রিকা বিক্রেতারা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

সিলেটে অসহায় হয়ে পড়েছে পত্রিকা বিক্রেতারা

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

মহামারি করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন সিলেট সংবাদপত্র বিক্রেতারা। কয়েকদিন ধরে পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। পত্রিকা বিক্রির আয় দিয়েই চলত তাদের সংসার। ফলে আর্থিক সংকটে অনিশ্চতায় দিন কাটছে তাদের। অনেকেই ধার-দেনা করে সংসার চালাচ্ছেন হকাররা। বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা না পাওয়ায় তাদের দুর্ভোগে যেন আরও বেড়ে চলেছে এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হচ্ছে পরিবার-পরিজদের।

পত্রিকায় দেশের খবরা-খবর বাসায় বসেই হকারদের মাধ্যমে দেশবাসী জানতে পারেন। অথচ তারাই আজ আর্তনাদ করছে খাদ্যসামগ্রীর অভাবে।

সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পত্রিকা বিক্রি করে চালিয়ে যাচ্ছিল সংসার। অনেক পত্রিকা হকারদের মাধ্যমেই পাঠকদের জনপ্রিয় হয়ে উঠেছে অথচ সেই সব পত্রিকার মালিক পক্ষ হকারদের দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না।

পত্রিকা বিক্রেতা মোঃ আবুল হোসন ,মোঃ মিলন, মোঃ নূরু সাথে কথা বলে জানা যায়, ‘করোনা ভাইরাসের কারনে পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় ঘরে বসেই সময় কাটছে তাদের তার মধ্যে টাকাও নেই তাদের। যার কারনে ঘরে খাবারও যুগান দেওয়া সম্বব হচ্ছে না তাদের ।

এখন পর্যন্ত পত্রিকার মালিক, সম্পাদক ও প্রকাশরা সরকারি-বেসরকারি কোনও সহায়তা পাইনি বলেও জানান তারা ।

তাই আজ তারা সরকার, বিত্তবান, পত্রিকা মালিক সম্পাদক-প্রকাশক, ত্রাণ দানকারীর সংগঠনের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল