২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
প্রাণঘাতী করোনায় (কোভিড-১৯) আতঙ্কিত সারা বিশ^। দেশের মানুষ যখন উদ্বিগ্ন ঠিক তখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউ, কে, গেষ্ট হাউজে অসামাজিক কাজে লিপ্ত থাকায় কিশোর-কিশোরীকে এলাকাবাসি কর্তৃক আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এয়ারপোর্ট সড়কের ধারে অবস্থিত ইউ, কে, গেষ্ট হাউসে সিএনজি অটোরিক্সাযোগে এক কিশোর কিশোরীকে নিয়ে আসে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ওই গেষ্ট হাউস ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবহিত করা হয়। খবর পেয়ে নির্বাহী অফিসার শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি দেখতে বলেন। পরে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম তাদেরকে আটক করে পুলিশ ফাঁড়িত নিয়ে আসেন। আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার হিংগাজিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান (৩০) ও একই এলাকার আনিছ মিয়ার এইচএসসি (২য় বর্ষ) পড়ুয়া মেয়ে (১৭)।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ইউএনও স্যার বলার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং এলাকার মানুষ তাদেরকে আটক করেছে। ইউ, কে, গেষ্ট হাউসে অসামাজিক কর্মকান্ডের বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।
শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমি জানি এখানে থাকার জায়গা। ইউ, কে, গেষ্ট হাউসের অর্জুনের কাছ থেকে এক হাজার টাকার বিনিময়ে একটি কক্ষ ভাড়া নিয়েছেন জানিয়ে আটককৃত সুফিয়ান বলেন, আটককৃত শারমীন আমার স্ত্রী নয়।
ইউ, কে, গেষ্ট হাউসের ম্যানেজার নিজাম উদ্দিন বলেন, লকডাউন থাকায় সবাইকে ছুটি দিয়েছি। শুধু অর্জুনকে পরিঙ্কার পরিচ্ছন্নতার জন্য রাখা হয়েছে। আটককৃতরা (সুফিয়ান-শারমীন) গেষ্ট হাউসে আসলে অর্জৃন তাদেরকে একটি কক্ষে নিয়ে বসায়। পরে আমাকে সে ফোন দিয়ে জানালে তাদেরকে বের করে দেয়ার জন্য আমি বলি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং তাদের অভিভাবকের কাছে বুধবার রাতেই হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D