১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
অনলাইন ডেস্ক
হে আল্লাহ! দয়াময় মাবুদ বাংলাদেশসহ বিশ্ববাসীকে করোনাভাইরাস থেকে হেফাজত করুন। করোনা মহামারী থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। এ মহামারী দিয়ে আমাদের শেষ করে দিও না। মক্কা মদিনাসহ গোটা দুনিয়ার মসজিদগুলোর দরজা খুলে দাও। মুসলমানদের ইবাদতের জায়গাগুলোকে মুক্ত করে দাও। ইবাদতের জায়গাগুলো বন্ধ থাকার বিষয় ঈমানদাররা সইতে পারছে না।
গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদগুলোতে সীমিত আকারে জুমার নামাজ শেষে মোনাজাতে ইমাম সাহেবরা এসব কথা বলেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংক্ষিপ্ত আকারে জুমার নামাজে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি। নামাজের আগ থেকেই মসজিদের গেইট বন্ধ রাখা হয়। স্বল্প সংখ্যক মুসল্লি নিয়েই জুমার নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে ইমাম মুহিবুল্লাহ হিল বাকি মোনাজাতে বলেন, হে আল্লাহ! করোনাভাইরাস মহামারী থেকে আমাদের বাংলাদেশসহ বিশ্ববাসীকে হেফাজত করুন। হে আল্লাহ! আমাদের গুনাহের জন্য আমাদের দিক থেকে আপনার রহমতের দৃষ্টি ফিরিয়ে নিবেন না। হে আল্লাহ! মক্কা মদিনাসহ গোটা বিশ্বের মসজিদের দরজাগুলো খুলে দাও। হে দয়াময় আল্লাহ মসজিদ বন্ধের ঘটনা মুসল্লিরা সইতে পারছেন না। তুমি তো দয়ার সাগর। তুমি তো গোটা বিশ্বের মালিক। তোমার রহমতের দৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত করো না।
করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার প্রতি ওয়াক্তের নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ ৫ জন ও জুমার দিনে সর্বোচ্চ ১০ জনের বেশি নামাজে অংশ নিতে পারবে না বলে নির্দেশনা প্রদানের ফলে মসজিদে মুসল্লিদের আগমন বন্ধ রয়েছে। সারাদেশের মসজিদগুলোর মাইক থেকে মুয়াজ্জিনরা সকাল থেকেই দফায় দফায় ঘোষণা দিয়েছেন, জুমার নামাজে মসজিদে না এসে নিজ নিজ বাসায় যোহরের নামাজ আদায় করুন। ফলে হাতে গোনা দুই একটি ছাড়া অধিকাংশ মসজিদেই ছিল মুসল্লিশূন্য। বিভিন্ন মসজিদ থেকে ইমাম সাহেবরা করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাগুলো মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D