করোনা সংকটে অসহায়দের অর্থ দিল কুলাউড়া উপজেলা যুবলীগ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

করোনা সংকটে অসহায়দের অর্থ দিল কুলাউড়া উপজেলা যুবলীগ
নিজস্ব প্রতিবেদক
করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কুলাউড়া উপজেলা যুবলীগ। (১১ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের উছলাপাড়াস্থ কুলাউড়া চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের মধ্যে অর্থ বিতরণ করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা অা.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অাসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ,সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, সহ সভাপতি রকিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দল্লাহ আল মনি, রুহুল আমীন, ত্রাণ সম্পাদক জুনাব আলী, সদস্য আবু সুফিয়ান প্রমূখ।
কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ জানান, এই কঠিন সময়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাই অামাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানবিক দিক বিবেচনা করেই উপজেলায় কর্মহীন অতিদরিদ্র দেড় শতাধিক মানুষকে চিহ্নিত করে তাদের উপস্থিতিতে নগদ অর্থ তুলে দেয়া হয়। পাশাপাশি উপজেলা যুবলীগের অারো মানবিক কার্যক্রমের পরিকল্পনা রয়েছে।