কুলাউড়ায় ১২টি পরিবার হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

কুলাউড়ায় ১২টি পরিবার হোম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে সদ্য আসা সাতটি পরিবারকে উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী সোমবার( ১৩ এপ্রিল) রাত ৯টায় জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে সাতজন সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এলাকাবাসীর নিরাপত্তার কথা ভেবে ও সরকারি নির্দেশনা মোতাবেক ফেরত আসা ৭(সাত) টি পরিবারকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে ভাটেরা ইউপি চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলামের সহায়তায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এয়াড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রামন বিস্তার প্রতিরোধে ঢাকা ও নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসায় হিংগাজিয়া চা বাগানে (০১) একটি পরিবার, হলিছড়া চা বাগানে (০৩) তিনটি পরিবার, শেরপুরে (০১) একটি পরিবারকে পুলিশ প্রশাসন এর মাধ্যমে লকডাউন করা হয়। লকডাউনকৃত পরিবারগুলোর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে সরকারি খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। ওই পরিবারগুলোকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে বলা হয়েছে। আর এ বিষয়টি নিশ্চিত করবেন স্থানীয় জনপ্রতিনিধিগণ।