২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নসহ অন্যান্য এলাকায় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসাসহ সকল ব্যয়ভার বহন করার ঘোষনা দিলেন বিশিস্ট শিল্পপতি, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মাদ জিল্লুর রহমান। সামাজিক দুরত্ব বজায় রেখে তারাপাশা স্কুল এন্ড কলেজ মাঠে আজ ১৪ এপ্রিল দুপুরে অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত এবং কামারচাক ওয়েলয়োর এসোসিয়েশন, বাহরাইন এর উদ্যাগে আয়োজিত করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ৩হাজার মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, ইফতারসামগ্রী, মাস্ক এবং পিপিই বিতরণ- ২০২০ইং অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন। বিশিস্ট শিল্পপতি, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর গভনিং বডি সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন- রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান খাঁন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর রহিম খান, এডভোকেট পার্থ সারথী পাল, অলিলা গ্র“পের পরিচালক ও ইউপি সদস্য জিয়াউর রহমান, আলাউর রহমান প্রমুখ। আয়োজকরা বলেন- করোনাভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় নিম্ন আয়ের লোকজন, শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে অলিলা গ্র“প। খাদ্য সামগ্রী লোকজনদের বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হবে এবং বিতরণ অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D