২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনার ঝুঁকি এড়াতে পৌর এলাকার দু’টি সবজি ও মাছ বাজার বন্ধ করে দিয়ে খেলার মাঠে বাজার স্থানান্তরিত করেছে উপজেলা প্রশাসন। বর্তমানে বাজার দুইটি শহরের দক্ষিণ এলাকায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়েছে। মঙ্গলবার( ১৪ এপ্রিল) থেকে এই বাজার চালু (শুরু)করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। মঙ্গলবার পহেলা বৈশাখের সকালে বিক্রেতারা বিভিন্ন পণ্য নিয়ে নতুন বাজারে (খেলার মাঠে) বাজার বসিয়েছেন।
সামাজিক নির্দিষ্ট দূরত্ব মেনে এ বাজারে মালামাল বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। খেলার মাঠে বাজার স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ
চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, শহরের দু’টি বাজারের ইজারাদার। এ বিষয়ে গত রবিবার ও সোমবার দিনভর কুলাউড়া শহরে মাইকিং করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং বলা হয়, কুলাউড়া শহরের উত্তর বাজার ও দক্ষিণ বাজারে অবস্থিত বড় দুটি কাঁচা বাজার, মাছ বাজারে সব সময়ই মানুষের ভীড় লেগে থাকে। এতে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে ও মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি সিদ্ধান্তে বাজারগুলো অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন।
সকল খুচরা ব্যবসায়ীকে তাদের কাঁচামালের দোকান নিয়ে মঙ্গলবার সকাল থেকে শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বসার জন্য বলা হয়েছে। ব্যবসায়ীরা ওই মাঠে সামাজিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজ নিজ দোকান নিয়ে বসেছেন। পৌরসভা কর্তৃপক্ষ খেলার মাঠের বাজার দেখভাল করবে। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাঠে পর্যাপ্ত জায়গা আছে। সেখানে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে পারবেন।
এদিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের বৃহৎ রবিরবাজার ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাঁচা বাজার ও মাছের বাজারগুলো অন্যত্র খোলা আকাশের নিচে বা খেলার মাঠে স্থানান্তর করার নির্দেশনা দেয়া হয়েছে।
কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারের ইজারাদার সাতির মিয়া বলেন, প্রশাসনের নির্দেশে বাজার খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে। প্রায় শতাধিক সবজি ও মাছ ব্যবসায়ী তাদের মালামাল নিয়ে সেখানে বসেছেন। প্রশাসন সবসময় মনিটরিং করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, কুলাউড়া পৌর শহরের দুটি বড় বাজারে মানুষের ঢল কোনভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো না। বাজারে ক্রেতা-বিক্রেতারা উভয়েরই সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তাই জনস্বার্থে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য খেলার মাঠে বাজার স্থানান্তরের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D