২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
কোন বাসা বাড়ি থেকে কল পেলেই অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিবে পুলিশ। এধরণের মানবিক উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
তিনি জানান, রাতে যদি শ্রীমঙ্গল উপজেলার কোন জনসাধারণের কোন ধরনের অসুবিধা হয়। যেমন কেউ অসুস্থ চিকিৎসার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কিন্তু যাতায়াতার যানবাহন নেই। আমাকে ফোন দিলেই রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য এগিয়ে আসবে পুলিশ।
মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ পরিস্থিতি মোকাবেলা কমিটির সভায় এই ঘোষণা দেন তিনি। ওই সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ জনপ্রতিনিধিরা।
ওসি আব্দুছ ছালেক জানান, মূলত লকডাউনের কারণে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এতে অনেক ইমারজেন্সী রোগী হাসপাতালে যেতে পারবেন না। সেই মানবিক দিক চিন্তা করেই আমি এই উদ্যোগ নিয়েছি। আমার ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বার (ওসি শ্রীমঙ্গল থানা- ০১৭১৩-৩৭৪৪৪০) এই নাম্বারে কল করলেই পুলিশ সহায়তার জন্য এগিয়ে আসবে। এছাড়া কোন পরিবারে যদি খাদ্য সংকট থাকে তা হলে আমরা পুলিশের পক্ষ থেকে খাবার পৌঁছে দিব। ইতেমধ্যে প্রতিদিন রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন প্রান্তে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। ওসি বলেন, যে কোন বিপদে এসময় জনগণের পাশে পুলিশ থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D