কমলগঞ্জে ১১৬ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

কমলগঞ্জে ১১৬ জন হোম কোয়ারেন্টাইনে

কমলগঞ্জ প্রতিনিধি
ঢাকা, নারায়নগঞ্জ পালিয়ে আসার ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইন রেখেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নিার্বহী অফিসার অফিসার বাড়ি বাড়ি গিয়ে তালিকা অনুয়ারী ফেরতদের হোমকোয়ারেন্টাইন মেনে চলা নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইনের আওতায় আনা হবে বলে অভিভাবকদের জানিয়ে জানান।
জানা যায়,গত এ সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা ১১৬ জন কমলগঞ্জে ফিরেছেন। এলাকায় এসে প্রকাশ্যে ঘুরাফেরা করায় এলাকায় আতংক সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসন তৎপর হয়ে উঠে। ফেরতদের তালিকা করে রবিবার হতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার ১২ এপ্রিল তালিকা অনুয়াযী মাঠে নামেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। ছুটে যান আলীনর ইউনিনেয়ের সুনছড়া চা বাগান, শমসেরনগর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে ফেরতদের বাড়ি বাড়ি। বাড়িতে গিয়ে অভিভাবক ও ফেরতদের ১৪ দিন ঘরে থাকতে বলেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন আহবান জানান।
আজ মঙ্গলবার আরো অনেকের বাড়িতে গিয়েছেন। প্রত্যেকের বাড়িতে গিয়ে ফেরতরা হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করলে আইনের আওতায় আনার হবে বলে কঠোর হবেন বলে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক অভিবাবকদের বলেন, তিনি পুলিশ প্রশাসনকেও নজরদারী বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আশেকুল হক জানান, বিভিন্ন গ্রামে ফেরত আসা লোকজনকে তালিকা করে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। আতংকিত হবার কিছু নেই। তিনি এ রকম লোকজন দেখলে প্রশাসনকে জানাতে অনুরোধ জানিয়েছেন।