কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের ভুখা মিছিল

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের ভুখা মিছিল

স্বপন দেব, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রায় তিন মাস থেকে ধরে বন্ধ রয়েছে। ফলে বাগানটির ৫৩৬ স্থায়ী শ্রমিক পরিবারের হাজার খানিক শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছেন। পারিশ্রমিকের দাবিতে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চা শ্রমিকরা ভুখা মিছিল করেছে।

চা শ্রমিকরা জানান, কালিটি বাগানটি ‘কালিটি টি কোম্পানি লিমিটেডের’ নামে সরকারের কাছ থেকে লিজ নেয়া হয়েছে। বাগানে মোট ৫৩৬ জন নিয়মিত শ্রমিক কাজ করেন। প্রত্যেক শ্রমিক দৈনিক ১০২ টাকা করে মজুরি পান। প্রতি সপ্তাহের তা পরিশোধের কথা। কিন্তু গত ১২ সপ্তাহ ধরে শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছেন না।

বাগান পঞ্চায়েত কমিটির সম্পাদক উত্তম কালোয়ার জানান, শ্রমিকরা এমনিতে সামান্য মজুরি পান। আর যদি ১২ সপ্তাহ থেকে সেই মজুরি পায় না, তাহলে কি অবস্থা হতে পারে? ঘরে চাল-ডাল নেই। উপোস করে দিন কাটাতে হচ্ছে। বাগান কর্তৃপক্ষ আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে সময়ক্ষেপণ করছে।

কালিটি বাগানের ব্যবস্থাপক প্রণব কান্তি দেব জানান, কোম্পানির কাছ থেকে যথাসময়ে টাকা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, একসঙ্গে পাঁচ সপ্তাহের মজুরি দিয়ে এ সমস্যার সমাধান করবেন। তিনি জানান, আমিসহ বাগানের বিভিন্ন পর্যায়ের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর ১১ মাসের বেতন বন্ধ আছে।