মৌলভীবাজারে নাগরিকদের তাপমাত্রা পরীক্ষা করছে পুলিশ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

মৌলভীবাজারে নাগরিকদের তাপমাত্রা পরীক্ষা করছে পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি

 মৌলভীবাজারে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে থার্মার স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে পুলিশ। তাপমাত্রা পরীক্ষার সময় যাদের শরীরে ১০০ ডিগ্রি ফারেনহাইট-এর বেশি তাপমাত্রা পাওয়া যাচ্ছে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় থাকতে বলছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের পশ্চিমবাজার এলাকায় জনপ্রতিনিধি, সাংবাদিক, পথচারিসহ বিভিন্ন পেশার নাগরীকদের শরীরের থার্মার স্ক্যানার দিয়ে তাপমাত্রা মেপে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।.

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও পুলিশ পরিদর্শক(অপারেশন) হুমায়ুন আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম সাংবাদিকদের জানান, করোনার সংক্রমণ রোধে সাধারণ মানুষের জীবন রক্ষায় জেলা শহরের প্রবেশ পথের ৫টি স্থানে চেকপোস্ট বসিয়ে এই যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা মাপার কার্যক্রম আজ (বৃহস্পতিবার) থেকে শুরু করবে পুলিশ। তাপমাত্রা মাপার পর যাদের শরীরে ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা পাওয়া যাবে তাদেরকে চিকিৎসকের সঙ্গে কথা বলে বাসায় থাকার পরামর্শ দেওয়া হবে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মরণঘাতী করোনার সংক্রমণ রোধে জেলা পুলিশের নানা উদ্যোগের মধ্যে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য ৩টি ঠাড়ার স্ক্যানার তারা পেয়েছেন। যেগুলো দিয়ে পুলিশ সাধারণ মানুষের শরীরে তাপমাত্রা মাপার কার্যক্রম পরিচালনা করবেন।