মৌলভীবাজারে অঝোর বৃষ্টি বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

মৌলভীবাজারে অঝোর বৃষ্টি বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা

স্বপন দেব, মৌলভীবাজার :

মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার ি রাত থেকে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো জমি তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন বোরো আবাদকারী কৃষকরা।

জানা যায়, মৌলভীবাজারে বিভিন্ন স্থানে শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ শনিবার সকাল থেকেই বর্ষা মৌসুমের মতো অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এতে হাওর এলাকার বোরো ফসল ঘরে তোলা নিয়ে চিন্তায় পরেছেন জেলার কৃষকরা।

সিলেট আবহওয়া অফিসের কর্মকর্তা অনন্ত বিশ্বাস জানান, গত শুক্রবার রাত থেকেই সিলেটের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ (শনিবার) সকালে সিলেটে ৫৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাবাস অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত টানা ৪ দিন হবিগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারতের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যেও প্রচুর বৃষ্টিপাত হবে। এতে হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের প্রধান নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে। নদীর পানি সমতলে বিপদসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হতে পারে এবং আগাম বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো জমি তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এভাবে আরো মাত্র একদিন বৃষ্টি হলে সিলেট বিভাগের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো জমি তলিয়ে যাবে বলে মনে করছেন কৃষকরা।

কুলাউড়ার কৃষক সামাদ, আজির বলেন, আল্লাহর রহমতে এবার বোরো ধান ভালো হয়েছে। কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর এখন যে বৃষ্টি শুরু হয়েছে এভাবে আরো একদিন বৃষ্টি হলে সব ধান পানির নিচে তলিয়ে যাবে। আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।