২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় গভীর রাতে মাস্ক ও পিপিইসহ সেনাবাহিনী বা পুলিশের পোশাক পরে করোনা রোগী আছে বলে কারও বাসায় অপরিচিত কোন ব্যক্তি বা দলবদ্ধ গোষ্ঠী ঢুকতে চাইলে বাসা বাড়িতে প্রবেশ করতে না দেয়ার জন্য জেলাবাসীকে সচেতন করেছেন পুলিশ সুপার। এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) সোমবার(২০ এপ্রিল) বিকেলে এ প্রতিনিধির সাথে আলাপ কালে জানান, করোনা পরিস্থিতি দেশবাসী যখন ঘরবন্দি সেসময় দেশের বিভিন্ন স্থানে দূস্কৃতকারীরা নানা পরিচয়ে লোকজনের বাসা বাড়িতে ঢুকে চুরি ডাকাতিসহ নানা অপকর্ম করতে পারে। সেই আশঙ্কায় পুলিশ হেড কোয়াটার থেকে প্রতিটি জেলায় সর্তক বার্তা পাঠিয়েছে। সেই দিক নির্দেশনা অনুসারে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা জনগণকে সতর্ক থাকার জন্য এ বার্তা দিয়েছি।
তিনি আরও বলেন,অনেক সময় বিভিন্ন বাসা-বাড়িতে করোনা শনাক্তের নামে অনেকে পিপিই পরিধান করে গৃহে প্রবেশের চেষ্টা করতে পারে এবং দুস্কৃতিমূলক কর্মকান্ড ঘটাতে পারে। আবার অনেকে জরুরি সেবার নামে বা ত্রাণসামগ্রী দেয়ার নামে বাসা বাড়িতে প্রবেশ করতে পারে। এ ধরণের ঘটনা কোথাও ঘটলে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করতে অথবা নিজেদের নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ।
পুলিশ সুপার আরও বলেন, এ ধরণের কিছু ঘটলে আপনারা নিজের হাতে আইন তুলে না নিয়ে সংশ্লিষ্ট থানাকে ঘটনাটি তাৎক্ষণিক জানাতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D