২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
এস আর অনি চৌধুরী, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের দীর্ঘদিনের অচলাবস্থায় চা শ্রমিকদের বেতন ভাতা বন্ধসহ শ্রমিকদের সমস্যার অবসানকল্পে বুধবার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারেরর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পরামর্শে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আগামী সোমবারের মধ্যে শ্রমিকদের সম্পূর্ণ পাওনা বাগান মালিক পক্ষকে পরিশোধ করার, অন্যথায় প্রশাসনিক ভাবে বাগান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাইী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, কালিটি চা বাগানের মালিক কাওছার আহমদ, সাংসদের অফিস সহকারি শেখ রুহেল আহমদ, কালিটি চা বাগানের ব্যবস্থাপক প্রণব কান্তি দাস, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক রামভুজন কৈরি, কর্মধা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার লছমী নারায়ণ, কালিটি চা বাগানের পঞ্চায়েত সভাপতি শম্ভু দাস, সম্পাদক উত্তম কুমার প্রমুখ। উল্লেখ্য, কালিটি চা বাগানের দীর্ঘদিনের অচলাবস্থায় সাম্প্রতিককালে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করার খবর পেয়ে ঢাকায় অবস্থানরত এমপি সুলতান মনসুর তাৎক্ষনিকভাবে মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে ফোনালাপ করে বিষয়টি সুস্ট নিরসনের উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করেন। এরই প্রেক্ষিতে বুধবার জেলা প্রশাসক জরুরি ভিত্তিতে বৈঠকের উদ্যোগ নেন বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D