নতুন প্রজন্মের অনুপ্রেরণা উজ্জ্বল চৌধুরী

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নতুন প্রজন্মের অনুপ্রেরণা উজ্জ্বল চৌধুরী

শুভ জন্মদিন ভাইজান,
অসাধারণ ব্যাক্তিত্ব, অনলবর্ষী বক্তা, সৎ পরিছন্ন ব্যাক্তিত্বের ধারক ও বাহক,
নতুন প্রজন্মের অনেকের অনুপ্রেরণার প্রিয় ভাই ❤

কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে।
পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। সেরকম একজন মানুষ আমার শ্রদ্ধেয় বড় ভাই উজ্জ্বল চৌধুরী ভাই….
আপনার মত
যুগে যুগে কিছু মানুষের জন্ম হয় যারা নিজেদের সুখ শান্তি ভুলে গিয়ে পরার্থে জীবন উৎসর্গ করেন। অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই যেন ওই মানুষগুলো আত্ম তৃপ্তি পান।
সত্য সুন্দর কল্যাণের ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে একজন সত্যিকারের মানুষ সুন্দরের চাষ করেন। ভালোবাসার ফসল ফলান সমাজে। রুক্ষ পৃথিবীর দুঃখ গোছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। এক কথায় মানুষের জন্য কিছু করতে নিজের সর্বস্ব বিলিয়ে দেন।
আলো আঁধারির খেলার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে সময়। মহা কালের যাত্রাপথে আমরা সবাই ক্ষণিকের অতিথি। এখানে হাতে গোনা কয়েকজন মানুষ যুগে যুগে জন্ম গ্রহণ করেন যারা স্বার্থের উর্ধ্বে বাস করেন। তাদের কাছে পর কল্যাণই বড় কিছু।যারা বিপদে পড়া মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে পারার মধ্যেই তারা বিশ্ব জয়ের আনন্দ লাভ করেন।

সেই রকম একজন ভাল মানুষ,❤ মানুষ, অনুপ্রেরণার মানুষ, কাছের মানুষ, শ্রদ্ধেয় প্রিয় ভাই,

খুব কাছ থেকে দেখেছি প্রিয় ভাইকে, ভাল লাগে ভাল মানুষদেরর সাথে কথা বলতে পারলে। যার কাছ থেকে অনেক কিছু শেখা যাই। বেশি কিছু লিখব না। আপনার বিষয়ে বলতে গেলে অনেক কথা, আমার ক্ষুদ্র জ্ঞান তা প্রকাশ করা অসম্ভব।
পরিশেষে বলব, ভাল থাকুন প্রিয় ভাই।
শুভ জন্মদিন ভাই ❤,
জন্মদিনে অাপনার সুস্বাস্থ্য ও দীর্ঘঅায়ু কামনা করি।
লেখক: আলী আহমদ আদি
ছাত্রলীগ নেতা

ফেসবুকে সিলেটের দিনকাল