শুভ জন্মদিন আমার ভাই উজ্জ্বল চৌধুরী : জাকিরুল আলম জাকির

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

শুভ জন্মদিন আমার ভাই উজ্জ্বল চৌধুরী : জাকিরুল আলম জাকির

সেই ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জয় বাংলার মিছিলে সক্রিয় ছিল সব সময়, আমার হাতে হাত রেখে ছোটবেলা থেকে আমার অত্যন্ত কাছাকাছি থাকার কারণে তার ব্যাখ্যা আমাকে কেউ করতে হয় না সম্পূর্ণরূপে আমার জানা, এবং সেটা ব্যক্তিগত এবং পারিবারিক ভাবে,আজকে তার মেধা এবং সুস্থ মানসিকতার যে বহিঃপ্রকাশ ঘটেছে, আমি সেটা উপলব্ধি করেছিলাম সেই ছোটবেলা থেকে, তখনই তার কথাবার্তা আচার-আচরণ মাধুর্যপূর্ণ ব্যবহার শুধু আমাকে নয় অনেককে মুগ্ধ করত, অসাধারণ বাচনভঙ্গি সাজিয়ে-গুছিয়ে বক্তব্য প্রদান, আমি নিজেই অনুপ্রাণিত হতাম, সততা নিষ্ঠা উদারতা সব মিলিয়ে একটা সময় সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে সেই ধারণা আজ সত্যে রূপান্তরিত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পুরোপুরি আস্থা রেখে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে প্রতিনিয়ত, সামাজিক সংগঠন, হৃদয়ে 71 ফাউন্ডেশন, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রয়েছে সম্পৃক্ততা, এ প্রজন্মের অনেকগুলো স্মার্ট দক্ষ সুশিক্ষিত করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনেকগুলো মেধাবী ছেলে সৃষ্টি করার পিছনে তার অবদান অপরিসীম, আক্রমণাত্মক নয় মেধা এবং কৌশলের রাজনীতিতে সক্রিয়তা আজও আছে, পথ চলার দীর্ঘ ১৬/১৭ বছরে আমার সাথে দেখা হোক না হোক, কথা হোক না হোক, প্রয়োজনে-অপ্রয়োজনে আমাদের ভালোবাসা আর সম্পর্কের কোনো ঘাটতি কখনোই হয়নি, পরামর্শের প্রয়োজনে আমিও স্মরণ করি সময় অসময়ে, সেই ছোটবেলা থেকে যেটুকু শ্রদ্ধা উপহার দিয়েছে আজ তার প্রতিষ্ঠিত জীবনে শ্রদ্ধা এবং ভালোবাসা আগের মতোই রয়েছে, সক্রিয়ভাবে মনেপ্রাণে এবং রাজপথে ছাত্রলীগ করলেও পর্যাপ্ত মূল্যায়ন কপালে জুটেনি কারণ মেধার মূল্যায়ন জাতি হিসেবে হয়তো আমরা করতে পারি না, বর্তমান বাংলাদেশে যুব নেতৃত্ব সময়ের চাহিদা, প্রকৃত মেধাবীদের যদি সত্যিকার অর্থে স্থান দেয়া হয়, তাহলে তার নামটা জায়গা করে দেয়া অত্যন্ত জরুরী, এটা আমার ব্যক্তিগত অভিমত, ইদানিং একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অনেকের কাছে তার মুখটি পরিচিত হয়েছে, এ প্রজন্মের অনেক ছাত্রনেতারা যখন তার সামনের দল এবং করণীয় বিষয়ে কথা বলেন তখন মনোযোগ সহকারে আমি দেখি, কারণ দুঃসময়ে দলের অবস্থান এবং কারা কি করেছে এবং সুসময়ে কারা দল করছে এবং দলের জন্য কি করছে সবটুকু তার মাথার মধ্যে বিদ্যমান, তবুও সাংবাদিক মানসিকতায় অনেককেই সম্মানিত করার চেষ্টা করে, কিন্তু যারা দুর্যোগ দেখেনি দুঃসময় দেখেনি তারা তাকে সম্মানিত করবে এমনটা আশা করা প্রশ্নবিদ্ধ? ইনশাল্লাহ আগামী দিনে তার সুন্দর পথ চলা এবং ভবিষ্যৎ জীবন সফল হবে এটা আমার প্রত্যাশা নয় বিশ্বাস, আজকের এই জন্মদিনে দোয়া করি জীবনের সর্বক্ষেত্রে সফলতা তোকে স্পর্শ করুক, যেখানে থাকি যেভাবেই থাকি পাশে আছি এবং তোকেও পাশে চাই অতীতের মতো, শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা সবসময়((আমার কাছে সব সময় আমার স্নেহের ছোট ভাই হয়ে আছিস এবং থাকবে)) সাবেক ছাত্রনেতা

ফেসবুকে সিলেটের দিনকাল