করোনায় ক্ষতিগ্রস্থ ৫’শ পরিবারের মাঝে মাদানী অর্গানাইজেশন আমেরিকার খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

করোনায় ক্ষতিগ্রস্থ ৫’শ পরিবারের মাঝে মাদানী অর্গানাইজেশন আমেরিকার খাদ্যসামগ্রী বিতরণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখা’র সাবেক সেক্রেটারি ও আমেরিকার মিশিগান জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের তত্বাবধানে পরিচালিত ‌মাদানী অর্গানাইজেশন আমেরিকা’র অর্থায়নে করোনা ভাইরাস মহামারীতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা, সিলেটে মদীনা মার্কেট এর বস্তি এলাকা, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, রংপুর জেলার পীরগাছা ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা সহ মোট ৫টি স্পটে ৫ শতাধিক কর্মহীন, অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এরই অংশ হিসাবে আজ (২২ এপ্রিল) বুধবার সকাল ১০টায় সিলেটের মোগলাবাজার ইউনিয়নের বারইগ্রাম মাদ্রাসা মাঠে এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্ঠা মাওলানা শায়খ এজাজ আহমদ, বারইগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। জামেয়া রেঙ্গার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি শরীফ আহমদ সুলতান। মাওলানা আনাউল হক, ৩নং ওয়ার্ড মেম্বার জনাব মুহা. আইয়ুব হোসাইন, মাওলানা শিহাব উদ্দিন। মাওলানা আনওয়ারুল হক, মাওলানা শহিদুল ইসলাম সহ এলাকার স্থানিয় ওলামা ও মুরব্বীয়ানে কেরাম।

মাদানী অরগানাইজেশনের চেয়ারম্যান মাওলানা ফখরুল ইসলাম জানান, তার সেবামূলক এই সংগঠনের মাধ্যমে আগামী রমজানের মধ্যে মোগলাবাজার ইউনিয়নের প্রায় ২ শতাধিক ওলামায়ে কেরাম যারা করোনা মহামারিতে কর্মহীন অবস্থায় লকডাউনে আছেন তাদের মধ্যে হাদিয়া স্বরুপ নগদ অর্থ বিতরণের উদ্যোগ নিয়েছেন।

আগামী পহেলা রমজান পর্যন্ত সেই সকল আলেমদের তালিকা সংগ্রহ করা হবে এবং তালিকা সংগ্রহ সম্পন্ন হলেই সম্পুর্ণ গোপনীয়ভাবে সবার কাছে নগদ অর্থ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তাই যদি এখনর পর্যন্ত এমন কোন আলেম যদি থাকেন যে এখনও আপনি তালিকায় নাম দেননি। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আপনার নাম-ঠিকানা, প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, ন্যাশনাল আইডি নং ও আপনার মোবাইল নাম্বার মাদানী অরগানাইজেশনের ফেসবুক পেইজের ইনবক্সে পাঠিয়ে দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ফেসবুকে সিলেটের দিনকাল