কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত কমলগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত কমলগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা

স্বপন দেব, মৌলভীবাজার
কাল বৈশাখী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উজেলার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। ঝড়ের সাথে বজ্রপাত ও বিজলি চমকানোতেই বিদ্যুৎ লাইনের বেশী ক্ষতি হচ্ছে বলে দাবি পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের। কালবৈশাখী ঝড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতের বিজলি চমকানোসহ ঝড় বৃষ্টিতে প্রথম দফা পবিস কমলগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সে ঝড়ে ৫টি খুঁটি ভেঙ্গে যাওয়া ও দুটি ট্রান্সফরমার বিনষ্ট হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন ৯৬ হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হয়েছিলেন। একই সাথে কুলাউড়া গ্রীড লাইনের ৩৩ হাজার কেভি বৈদ্যূতিক লাইনের অনেক স্থানে গাছ গাছালি ভেঙ্গে পড়ে।
পবিস কমলগঞ্জ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সৃষ্ট কাল বৈশাখী ঝড়ে দ্বিতীয় দফা পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আবারও বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঝড়ে কুলাউড়া গ্রীড লাইন থেকে শুরু করে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা পর্যন্ত ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনের ৫টি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ে। ৪টি ট্রান্সফরমার বিনষ্ট হয়েছে। গাছ ভেঙ্গে পড়ে ৫০টির অধিক স্থানেন তার ছিড়েছে। ৫টি বৈদ্যুতিক মিটার নষ্ট হয়েছে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৬ ঘন্টা বিদ্রুৎ সরবরাহ বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজি এম (কম) ওবায়দুল হক বলেন, গত ১৪ এপ্রিল বুধবার থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত কালবৈশাখী ঝড়ে দুই দফা বিদ্যুৎ সঞ্চালণ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ গাছালি ভেঙ্গে পড়ার সাথে বজ্রপাতের কারণে বিদ্যুৎ লাইনের বেশী ক্ষতি হচ্ছে। প্রকৃতির সাথে অনেকটা যুদ্ধ করে তাদের চলতে হচ্ছে। তিনি আরও বলেন, পবিস কমলগঞ্জ জোনালের অধীন ৯৬ হাজার গ্রাহকের কথা ভেবে ঝড়ের পর রাতেই বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্ট করেন।