২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়া দিতে না পারায় বাসা থেকে মারধর করে ভাড়াটিয়াকে বের করে দেয় এক বাড়ির মালিক। অভিযোগ পয়ে র্যাবের ওই ভাড়াটিয়াকে তার পরিবারসহ ঘরে তুলে দেয়। বৃহস্পতিবারের শ্রীমঙ্গলের পশ্চিম এলাকার সিএনজি অটো রিকশাচালক নুরুল হকের সাথে এ ঘটনাটি ঘটে । অভিযোগ পেয়ে শুক্রবার( ২৪ এপ্রিল) পরিবারটিকে ঘরে তুলে দেয় র্যাব।
ভাড়াটিয়া নুরুল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম শ্রীমঙ্গল এলাকার এই বাসায় থাকতেন। করোনা পরিস্থিতিরি কারণে তিনি গাড়ি চালাতে পারছেন না। তাই তিনি এক মাসের বাড়ি ভাড়া দিতে পারেননি। এ কারণে তাঁর পরিবারকে বাড়ি থেকে বের কওে দেন বাড়ির মালিক বাচ্চু মিয়া।
বাড়ি থেকে বের করে দেয়ায় ভাড়াটিয়া নুরুল ৫ সদস্যের পরিবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে থাকেন। পরে এ বিষয়টি জানাতে তিনি থানায় যান। কিন্তু তাঁকে পরে আসতে বলে বিদায় করে দেয় পুলিশ। পরে তিনি শ্রীমঙ্গল র্যাবের ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেনকে বিষয়টি জানালে তিনি পরিবারটিকে নিয়ে ওই বাড়িতে যান। মালিকের সাথে কথা বলে তাদের ঘরে তুলে দেন।
র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নুরুল হক বিভিন্ন জায়গায় ঘুরে শুক্রবার বিকেল থেকে ক্যাম্পের সামনে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁর কথা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়কে নিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলি। তিনি আমাদের কথা শুনে পূনরায় ভাড়াটিয়া নুরুলকে বাড়িতে থাকতে দিয়েছেন। ওই বাড়িওয়ালা আমাদেরকে কথা দিয়েছে, করোনা পরিস্থিতিতে তিনি ভাড়াটিয়াকে আর বাড়ি থেকে বের করে দেবেন না।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D