কমলগঞ্জে ফ্রী চিকিৎসা : অসহায় মানুষের পরম বন্ধু ডাঃ পরিতোষ শর্মা

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

কমলগঞ্জে ফ্রী চিকিৎসা : অসহায় মানুষের পরম বন্ধু ডাঃ পরিতোষ শর্মা

কমলগঞ্জ প্রতিনিধি
পৃথিবীর মানুষ যখন করোনা ভাইরাস নামক আক্রান্তের মহামারীতে অশান্তির বেড়াজালে আবদ্ব, সবকিছু মিলিয়ে মানুষ যখন সময়ের কাছে অসহায় ইচ্ছে থাকা সত্বেও সবসময় চিকিৎসা সেবা নিতে পাচ্ছেননা ঠিক সেই সময় মানবতার কল্যাণে বিনা পারিশ্রমিকে নিজ চেম্বারে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত ডাঃ পরিতোশ শর্মা।
ডাঃ পরিতোশ শর্মা বলেন, যতদিন করোনা ভাইরাস নামক মহামারী থাকবে ততদিন বিনা পারিশ্রমিকে তিনি মানুষের সেবা চালিয়ে যাবেন । তবে অনেক রুগীর আত্বীয় স্বজন উনার সুন্দর আচার আচরণে খুশি হয়ে জোর পূর্বক পরামর্শের ফি দিতে চান, এ ব্যাপারে চিকিৎসা নিতে আশা রুগীর সাথে আলাপ করে জানা যায়, এই করোনা ভাইরাস নামক মহামারীর আগেও আমরা অনেকে উনার কাছে চিকিৎসা নিতে এসেছি কখনো ডাক্তার সাহেব আমাদের সাথে পরামর্শ ফি ব্যাপারে কোনো জুলুম করেননি। তিনি হলেন আমাদের গরীবের ডাক্তার সবকিছুর পর উনার সুন্দর ব্যবহারের জন্য আমরা উনার দীর্ঘায়ু কামণা করছি। ডাঃ পরিতোষ শর্মা প্রতিদিন চেম্বারে বসেন, বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, উনার চেম্বারঃ শর্মা ঔষধ ঘর,পোষ্ট অফিস রোড, মুন্সিবাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার।