মৌলভীবাজারে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু: জেলায় আক্রান্ত ৫

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

মৌলভীবাজারে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু: জেলায় আক্রান্ত ৫

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ৬১ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার(২৫এপ্রিল) সকাল ৭.৪০ মিনিটে আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরি পারা থেকে শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাত ১০টায় আইসোলেশনে ভর্তি হয়েছিলেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করা হতে পারে।

এদিকে মৌলভীবাজারে নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই পুরুষ। একজন শ্রীমঙ্গলে ও অপরজনের বাড়ি রাজনগরে। এর আগে পুলিশ সদস্যসহ কুলাউড়ায় ২ জন করোনা ভাইরাস আক্রান্ত পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৫জন বলে সিভিল সার্জন ডাঃ তাওহীদ জানান।