গোলাপগঞ্জে হৃদয়বান ব্যক্তির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
বিশ্ব ব্যপী করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষগুলো যখন গৃহবন্ধি, তখনই সরকার, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো মানুষের পাশে দাড়িয়ে যে সহায়তার হাত বাড়িয়েছে তা নিঃসন্ধেহে প্রশংসার দাবি রাখে। ওরা সেই কুলাঙ্গারদের মত নয় যারা সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মওজুদ করে রেখেছে তাদের নিজ গৃহে অতি গোপনে।
কর্মহীন খেটে খাওয়া মানুষকে সাহায্য করা তো দূরের কথা তাদের ভাগের মালামাল টুকু যারা সাবাড় করে দিয়েছে, তাদের প্রতি একরাশ ঘৃণা আর থুথু নিক্ষেপ করে হৃদয়বান মানুষের প্রতি ভলবাসা আর সালাম শ্রদ্ধা জানাচ্ছে খেটে খাওয়া মানুষগুলো।
গতকাল বেলা ১২টায় গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরীস্থ জালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জনৈক ব্যক্তির অর্থায়নে ৫শতাধিক পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজ খরচে রিক্সা ও ভেনগাড়ির সাহায্যে এই পরিবার গুলোর ঘরে ঘরে পৌছানোর ব্যবস্থা করা হয়। ত্রান বন্টনের তত্বাবধায়ক জানান করোনা ভাইরাসের সংক্রমন থেকে নিজেকে রক্ষা করতে হলে সকলকে ঘরে থাকতে হবে। কিন্তু খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে তাই সব দিক বিবেচনা করে এই প্রয়াস গ্রহণ করা হয়েছে। মানুষ গুলো গৃহবন্ধি হলেও সপ্তাহ দু’তিন ভাতের অভাবে মরবে না। তাঁর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।