বড়লেখায় এবার এক পুলিশ সদস্যে স্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

বড়লেখায় এবার এক পুলিশ সদস্যে স্ত্রী করোনায় আক্রান্ত

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখায় এবার এক পুলিশ সদস্যে স্ত্রী শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার(২৬ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বড়লেখার ওই নারীর করোনা পজিটিভ আসে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে রোববার রাত ১টায় বলেন, আক্রান্ত নারীর বাসা বড়লেখা পৌর এলাকায়। তাঁর বাসাটি লকডাউন করা হয়েছে।

ইতিপূর্বে শনিবার বড়লেখায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামে।