২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরার জন্য অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৮ জনকে বিভিন্ন অপরাধে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সোমবার বিভিন্ন এলাকায় অভিযান করে বিভিন্ন অপরাধে ১০ জনকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহায়তা করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসানসহ পুলিশের সদস্যরা।
অন্যদিকে একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলার জুড়ী রোডে ভ্রাম্যমান আদালত
পরিচালনা করে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ ৮ যানবাহনের চালককে সড়ক ও পরিবহন আইনে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বড়লেখা ও জুড়ী থেকে আসার পথে আছুরিঘাটে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শেরপুরের দিলোরকে ৫০০ টাকা, মোটরসাইকেল চালক জুড়ীর সোহাবকে ১ হাজার টাকা, বাবুলকে ৫০০ টাকা ও দক্ষিণভাগের রিপন মিয়াকে ৫০০ টাকা, ট্রাকচালক যশোরের শামীম হোসেনকে ৩ হাজার টাকা ও সেলিমকে ৫০০ টাকা, পিকআপচালক জুড়ীর চান মিয়া ও সিএনজি অটোরিকশাচালক বড়লেখার রানু বিশ্বাসকে ১ হাজার টাকাসহ মোট সাড়ে ৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দুই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে জরিমানা করে তা আদায় করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D