চাতলাপুর চা বাগানে খাদ্যসহায়তা বিতরন করলো ন্যাজারিন বাংলাদেশ

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

চাতলাপুর চা বাগানে খাদ্যসহায়তা বিতরন করলো ন্যাজারিন বাংলাদেশ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৭৭টি চা শ্রমিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ।
বুুধবার (২৯ এপ্রিল) সকালে চাতলাপুর চা-বাগানের ৪৪পাট্রা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্রের প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ন্যাজরীন মিশন বাংলাদেশ এর উদ্যোগে চা বাগানের অসহায় কর্মহীন ৭৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল,তেল,সুজি,লবণ,সাবান, বিস্কুট।
খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১১নং শরীফপুর ইউপি সদস্য রাজজনম ভর,ন্যাজারিন বাংলাদেশ কর্মকর্তা তরুন বারিকদার, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী, সাজু রায়,মমি নায়েক প্রমুখ। ১১নং শরীফপুর ইউপি সদস্য রাজ জনম ভর বলেন,করোনাভাইরাসের প্রার্দুভাবে মানুষজন গৃহবন্ধি হয়ে পরেছে। এতে দূর্ভোগে পরেছেন দুস্থ ও অসহায় মানুষরা তাই সরকারের খাদ্যসহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ। এরই উদ্যোগে ৭৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।