মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

জেলায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত না হলেও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। আর জেলায় ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে কুলাউড়া উপজেলায়। ওই উপজেলায় পুলিশ ও একই পরিবারের সদস্যসহ ৬ জন করোনা  (কোভিড-১৯) আক্রান্ত। এছাড়াও জেলায় স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের শারিরীক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গত দুইদিনে জেলার কমলগঞ্জে যাটোর্ধ্বো এক চা শ্রমিক ও ২৫ বছর বয়সি এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যান। তাদের এই আর্কস্মিক মৃত্যু সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় এপর্যন্ত জেলায় ১৬ শত ৭৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, হোমকোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ১৩ শত ২৩ জন। রিপোর্টের জন্য পাঠানো হয়েছিল ৫০৬ টি, এসেছে ২১৫ টি।