কমলগঞ্জে প্রথম করোনায় সনাক্ত ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যর

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১, ২০২০

কমলগঞ্জে প্রথম করোনায় সনাক্ত ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যর

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম করোনাভাইরাসে সনাক্ত হয়েছেন সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার একজন কর্মকর্তা ও একজন আনসার সদস্য। তারা দুইজনই কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার বিকালে মৌলভীবাজার সিভিল সার্জনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
করোনা আক্রান্ত সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা (ক্যাশ) ইমরানুল হাবিবের ভানুগাছ ১০ নম্বর গলির আল-আমীন ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা লকডাউন করে বাসায় লাল পতাকা লাগিয়ে একটি কক্ষে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে আনসার সদস্য শরিফুল ইসলামের ভানুগাছ বাজারে তার ভাড়া বাসা লকডাউন করে সে বাসায় লাল পতাকা লাগিয়ে তাকে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। উভয়ের পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, কমলগঞ্জ থেকে এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সবগুলোর ফলাফল নিগেটিভ ছিল। শুক্রবার বেলা সাড়ে ৩টায় মৌলভীবাজারের সিভিল সার্জন তাকে জানিয়েছেন নতুন ফলাফলে কমলগঞ্জের ভানুগাছ বাজার শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা ইমরানুল হাবিব ও একই শাখার আনসার সদস্য শরিফুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত। সাথে সাথে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। তবে তারা কিভাবে আক্রান্ত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি নিশ্চিত হয়েছেন। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও থানার পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একটি দল নিয়ে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাইন করেছেন। ভানুগাছ বাজারে ১০নং রোড লকডাউনের সাথে সাথে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।