১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা মানুষের মনের কলুষতা, অপবিত্রতা, কালিমা,পাপ, পঙ্কিলতা ও গুনাহসমূহ জালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়।এতে করে দেহ ও মন হয়ে ওঠে নির্মল,পরিচ্ছন্ন ও নিষ্কলুষ।আরবি ভাষায় ‘রমযান’ শব্দের ্উৎপত্তি ‘রময’ ধাতু থেকে।এর আভিধানিক অর্থ দগ্ধিভূত করা, জ¦ালানো, পোড়ানো ইত্যাদি।এ কারণেই এ মাসের নামকরণ করা হয়েছে ‘মাহে রমজান’।এ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম সাধনায় সর্বত্রই রয়েছে নির্মলতা ও পবিত্রতার মধুর ছোয়া। সিয়াম সাধনাকারীর দেহ, মন ও সকল কর্মকা-ে এই পরিচ্ছন্নতা ও পবিত্রতা ক্রমাগতভাবে বর্ধিত ও স¤্প্রসারিত হতে থাকে তখন মহান আল্লাহতাআলার ভালোবাসা ও নৈকট্য সিয়াম সাধনাকারীর অন্তর্লোককে সুশোভিত করে তোলে।তিনি এই পবিত্র ও নির্মল দেহ-মনের অধিকারী ব্যক্তিকে ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে নেন। আল্লাহ পাক পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে তাঁর এ ভালোবাসার কথা এভাবে ব্যক্ত করেছেন।(ক) নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকীদের ভালোবাসেন।(বস্তুতঃ সিয়াম সাধনার মূল সফলতাই হচ্ছে তাকওয়া অর্জন করা। (খ) আল্লাহ রাব্বুল আলামীন সৎকর্মশীলদের ভলোবাসেন।(গ) আল্লাহ রাব্বুল আলামীন ধৈর্য্যশীলদের ভলোবাসেন।(ঘ)নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামীন ন্যায়বিচারকদেরদের ভলোবাসেন। (ঙ) নিশ্চয় আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারী ও পরিচ্ছন্নদের ভলোবাসেন।গভীর দৃষ্টি দিলে দেখা যায়,উল্লিখিত আয়াতসমূহে মহান আল্লাহ যাদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন এর সবকয়টি গুণই রোজাদারদের মধ্যে পাওয়া যায়।আর এজন্যই সিয়াম সাধনাকারী সর্বদা আল্লাহপাকের ভালোবাসার ছায়ায় অবস্থান করেন।
মোটকথা মহান আল্লাহ পাকের দয়া, ক্ষমা অনুকম্পা ও ভালোবাসা লাভের মোক্ষম সময় হচ্ছে মাহে রমজানের সিয়াম সাধনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম উম্মতের প্রতি আহ্বান জানিয়েছেন, তোমরা সিয়াম সাধনার মাধ্যমে জান্নাতের অধিকারী হওয়ার প্রতি যতœবান হও।আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সফলতা দান করবেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D