সহযোগিতার হাত বাড়ালো শিক্ষার্থীরা, কুলাউড়ায় দৃষ্টান্ত স্থাপন

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২০

সহযোগিতার হাত বাড়ালো শিক্ষার্থীরা, কুলাউড়ায় দৃষ্টান্ত স্থাপন

 

বিশেষ প্রতিনিধি :: কুলাউড়ায় প্রয়াত শিক্ষকের প‌রিবারসহ অসহায় ও কর্মহীন প্রায় দেড় শতাধিক পরিবা‌রকে নিজেদের উষ্ণ ভা‌লোবাসায় সিক্ত করেছে কুলাউড়ার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা। ক‌রোনা ভাইরা‌সের প্রভা‌বে কর্মহীন, অসহায় প‌রিবার এবং প্রতিষ্ঠানটির  প্রাক্তন শিক্ষক মরহুম ইউসুফ আলীর পরিবারকে উপহার হি‌সে‌বে নগদ অর্থ প্রদান ক‌রে তারা।

গতকাল র‌বিবার বরমচালের ৯টি ওয়ার্ডে গি‌য়ে অসহায় পরিবারগু‌লোর মা‌ঝে খামে ভ‌র্তি নগদ অর্থ ঘ‌রে ঘ‌রে পৌঁছে দেয় শিক্ষার্থীরা। ‘মানুষের সেবাই পরম ধর্ম’ এই প্র‌তিপাদ্য সাম‌নে রে‌খে তারা মানবতার টা‌নে কর্মসূ‌চিটি পালন করে। উ‌দ্যো‌গটির সার্বিক সহযোগিতায় ‌ছি‌লেন ২০০৪ ব্যা‌চের শিক্ষার্থী‌ আমেরিকা প্রবাসী তোফায়েল আহমদ, সুয়েব আহমদ চৌধুরী, রুহিন মিয়া, দুবাই প্রবাসী আব্দুল মুহিত জসিম, সুমন আহমদ, কাতার প্রবাসী জাহাঙ্গীর আলম, সামাদ আহমদ, ইতালি প্রবাসী রুবেল মিয়া প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধা‌ন ও ব্যবস্থাপনায় ছি‌লেন প্রভাষক মো. খালিক উদ্দিন, গণেশ লাল শাওন, সাবিনা আক্তার, তানিয়া আক্তার, সৈয়দা কুসুম আক্তার, ফয়সাল আহমদ, সালেখ আহমদ, রিয়াজ উদ্দিন, আব্দুস শহীদ প্রমুখ।