কয়লা ধুলে, ময়লা যায় না, করোনা কালেও মানুষ হলো না!

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০২০

কয়লা ধুলে, ময়লা যায় না, করোনা কালেও মানুষ হলো না!

স্বপন দেব, মৌলভীবাজার
ভেজাল গুড় তৈরির অপরাধে মৌলভীবাজারে মোকামবাজার থেকে মঙ্গলবার(৫ মে) দুপুরে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এস আই কাজী আরিফ আহমেদ, এ এস আই মুকুন্দ দেবর্বমা, এ এস আই আকতার হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে তাকলিম হোসেনের কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার করেন। এসময় মৌলভীবাজার সদর থানার ১২নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর (মোকামবাজার) থেকে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজন আসামীকে আটক করেন।

আটককৃত আসামীরা হলো মোঃ মামুন মিয়া (২৫) পিতা – মোঃ নুরু মিয়া গ্রাম-ফাজিলা বাড়ি থানা-সাটুরিয়া জেলা -মানিকগঞ্জ এবং মোঃ জুয়েল মিয়া (২০) পিতা মৃত-পানজু মিয়া গ্রাম- নাটুয়া বাড়ি থানা-সাটুরিয়া জেলা -মানিকগঞ্জ । তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।