প্রতিদিন ৬০ জন ভাসমান রোজাদারদের ইফতার করান শাহীন

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

প্রতিদিন ৬০ জন ভাসমান রোজাদারদের ইফতার করান শাহীন
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধে সারা দেশে লকডাউন। সিলেটেও গত ১১ এপ্রিল থেকে কার্যত লকডাউন করা হয়েছে। এর মধ্যে পবিত্র মাহে রমজান এসেছে।
এই রমজানে অসহায়, ভাসমান, ভবঘুরে প্রায় ৬০ জন রোজাদারদের ইফতার করিয়ে আসছেন মানবতার ফেরিওয়ালা, অসহায় মানুষের দুর্দিনের বন্ধু বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. শাহীন আহমদ।
প্রথম রমজান থেকে শুরু করে প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার (৫ মে) নগরীর প্রায় ৬০ জন অসহায় রোজাদারদের ইফতার করানো হয়।
এছাড়াও তিনি লকডাউনের শুরু থেকে অসহায়, কর্মহীন, দরিদ্র মানুষ খুঁজে খুঁজে খাদ্যসামগ্রী দিয়ে আসছেন।
এ ব্যাপারে শাহীন আহমদ বলেন, মানব সেবাই বড় ধর্ম। করোনার কারনে মানুষজন কাজ করতে পারছেন না। এদিকে রমজানও ডাক দিয়েছে। এই মুহুর্তে অসহায় মানুষের কথা চিন্তা করেই তাদের কাছে ত্রাণ পৌছে দিচ্ছি। মধ্যবিত্ত যদি কেউ খাবারের অভাবে কষ্ট পান তাহলে শুধু আমাকে জানালে আমি সবকিছু গোপন রেখে খাবার পৌছে দিব।
তিনি বলেন, প্রতিদিন অন্তত ৬০ জন অসহায় মানুষকে ইফতার করানোর উদ্যোগ নিয়েছে। পুরো রমজান মাস জুড়ে আমি এ কার্যক্রম চালিয়ে যাবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল