ছাত্রনেতা আলালের উপর সন্ত্রাসী হামলা: সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশার নিন্দা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ৭, ২০২০

ছাত্রনেতা আলালের উপর সন্ত্রাসী হামলা: সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশার নিন্দা

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গনসংযোগ বিষয়ক সম্পাদক এবং মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম আলালের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ-৩ সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্রনেতা জহিরুল ইসলাম আলাল, সাহসী এক ছাত্রনেতার নাম, জগন্নাথপুরের পল্লী নিভৃত একটি গ্রামে জন্ম নিয়ে বিভাগীয় শহরে দাপুটে রাজনীতি করে হাইকমান্ডের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে তার প্রতিভা দিয়ে। সিলেট মহানগর ছাত্রদলের প্রভাবশালী নেতা। আন্দোলন সংগ্রামে সাহসী এক বীরের নাম। তাইতো অপশক্তির ঘুম হারাম। পরিতাপের বিষয় গোটা বিশ্ব যখন করোনার যাতাকলে থমকে দাঁড়িয়েছে। সন্ত্রাশীরা তাদের পুরনো খাসলত বাদ দিতে পারেনি। গত পরশু সুবিদবাজার পয়েন্টে সেই হায়েনার দল তাকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে হয়েছে। ছাত্রনেতা আলালের উপর নৃশংস হামলার তীব্র নিন্দার পাশাপাশি হামলাকারীদের তড়িৎ গ্রেফতারের দাবী করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল