মৌলভীবাজারের কুলাউড়ায় আরও এক নারী করোনায় শনাক্ত

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ায় আরও এক নারী করোনায় শনাক্ত

স্বপন দেব,মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ায় আরও এক নারীর (২৫) কোভিড – ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা। এ পর্যন্ত কুলাউড়া উপজেলায় করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৮ জন। গত বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হক।

তিনি জানান, কমিউনিটি ট্রান্সমিশনের শিকার এক গৃহবধূ (২৫) গলা ব্যথা থাকায় গত ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগে নমুনা দিয়ে যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো নমুনার রিপোর্ট বৃহস্পতিবার এলে জানা যায় ওই নারীর শরীরে করোনাভাইরাস পজিটিভ।

খবর আসার পর ওই নারীর বাড়ি লকডাউন করার ব্যবস্থা নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন।

এ পর্যন্ত কুলাউড়ায় পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ মোট ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।