বাসস্হানহীনদের অবস্হান কোথায়

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

বাসস্হানহীনদের অবস্হান কোথায়
শাহিনুর আলম শাহিন
আমরা যখন খুব জোরে বলি সবাইকে নিরাপদে ঘরে থাকতে।কিন্তু যাদের ঘর নেই তারা কোথায় যাবে?প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী ভাঙন,বন্যা কিংবা সাইক্লোন – ঘূর্ণিঝড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে মানুষদের একটি বড় অংশ শহরের বস্তিগুলোতে এসে অবস্থান নেয়।আবার অনেকেই দারিদ্রতার কাছে হার মেনেই অনেকটা বাধ্য হয়েই বাড়তি আয়ের জন্যই রাস্তায় নামতে বাধ্য হয়।ফলে সমাজে তারা পায় না মাথা উঁচু করে বাঁচার অধিকার।সারাদিন রাস্তায় কাগজ, বোতল লোহা ইত্যাদি কুড়িয়ে কিছু রোজগার করে।
ভয়ানক করোনাভাইরাসে দেশের মানুষ যখন আতঙ্কে তখন কেমন কাটছে এই বিশাল অংকের বাসস্থানহীন মানুষের! কিন্তু এই করোনাভাইরাসের কারনে এই ছিন্নমূল মানুষদের রোজগার এর পথ বন্ধ। তাইতো তারা খাবারের জন্য নানান জায়গায় ঘুরছে।কোথাও যদি একটু সাহায্য মেলে,তীর্থের কাকের মতো ত্রাণের জন্য ভীড়েও যেতে হচ্ছে তাদের।করোনা মহামারীতে তারা থাকছে কোথায় আর ভাইরাস সংক্রামণ থেকে সুরক্ষা বিষয়ে তাদের জানা আছে নাকি তা নিয়ে ও সন্দেহ। কারণ তাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জ্ঞান নেই বললেই চলে।তা হয়তো সেভাবে ভাবা হয়ে ওঠেনি আমাদের।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাসস্থানহীন ছিন্নমূল মানুষেরা বাহক হিসেবে ঝুঁকির মধ্যে আছে।তাই আমাদের উচিত সকলের পক্ষ থেকে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া।
তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর উচিত এই মুহূর্তে আলাদাভাবে তাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া।ফলে হয়তো এই মহামারীর কালো থাবা থেকে বেঁচে যেতে পারে এই বাসস্থানহীন মানুষগুলো।
আসুন আমরা যার যার অবস্থান থেকে মানবতার পরিচয় দেই তাদের জন্য।
লেখক:: শাহিনুর আলম শাহিন (ছাত্র) কানাইঘাট ডিগ্রি কলেজ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল