প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাবিপ্রবির একদিনের বেতন

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ১০, ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাবিপ্রবির একদিনের বেতন

শাবিপ্রবি 

দেশব্যাপী ছড়ানো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের জন্য গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ টাকা জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ১৩,২৫০০০ টাকার একটি  চেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং এ করোনা ক্রান্তিকালে আমাদের সবাই যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা এবং জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল