বড়লেখায় ৫টি মার্কেটের এক মাসের ভাড়া মওকুফ করে ব্যবসায়ীদের পাশে দাড়ালেন মালিক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ১২, ২০২০

বড়লেখায় ৫টি মার্কেটের এক মাসের ভাড়া মওকুফ করে ব্যবসায়ীদের পাশে দাড়ালেন মালিক

স্বপন দেব, মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাস কারণে চলমান লকাডউন ফলে বন্ধ রয়েছে সকল বিপণিবিতান। ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন মার্কেট মালিক মিজানুর রহমান খসরু। তিনি তাঁর পাঁচটি মার্কেটের একমাসের দোকান ভাড়া মওকুফ করে দিয়েছেন।

সোমবার (১১ মে) বিকেলে তিনি নিজের ফেসবুকে পাতায় এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির ফলে যেখানে বিশ্বের অর্থনৈতিক বাজার হুমকির মুখে সেখানে বড়লেখা বাজার তার ঊর্ধ্বে নয়। সেজন্য সকল ব্যবসায়ীর কথা মাথায় রেখে হাবিব মার্কেট, হাজী মোমোরিয়াল মার্কেট, আহমদ ম্যানশন, সাদমান ম্যানশন ও নাহার ম্যানশনের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দেওয়া হলো।’

মার্কেটের মালিক মিজানুর রহমান খসরু বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি একমাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।

হাবিব মার্কেটের ব্যবসায়ী হোসাইন আহমদ বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ি আমরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। এতে আমাদের আয়-রোজগার বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের কথা বিবেচনা করে মার্কেট মালিক এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়ে আমাদেরকে অনেকটা ভাড় মুক্ত করলেন। তাঁর এ উদ্যোগ মানবিক মনের পরিচয় বহি: প্রকাশ।