মৌলভীবাজারে ১৩ লাখ ৩০ হাজার মে.টন খাদ্য সামগ্রী ও নগদ ৭৩ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ১২, ২০২০

মৌলভীবাজারে ১৩ লাখ ৩০ হাজার মে.টন খাদ্য সামগ্রী ও নগদ ৭৩ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় করোন্ াপরিস্থিতে গৃহবন্দ্্্্্্্্্্্্্্্্্্্্ি অসহায় ও কর্মহীন প্রায় ১ লাখ ৩৩ হাজার পরিবারের মানুষের মধ্যে সরকারী বরাদ্দকৃত ১৩ লাখ ৩০ হাজার মে.টন খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের খাদ্য সহায়তা তহবিল থেকে গত ১১ মে পর্যন্ত জেলার সদর উপজেলা, রাজনগর, কুলাউড়া,জুড়ী,বড়লেখা,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১ লাখ ২১ হাজার ৫শ’ ২০জনের মধ্যে নগদ ৭৩ লাখ ৮৫ হাজার টাকা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, ওই বরাদ্দ বাইরে ১০ টাকা কেজি দরের ওএমএস’র চাল ৩ লাখ ৮২ হাজার ৭শ’ ৫০ মে. টন বিতরণ করা হয়েছে। এছাড়া ১০ কিস্তিতে শিশু খাদ্য দেয়া হয়েছে ২০ লাখ টাকার। চিকিৎসা সামগ্রী পিপিই, মাক্স ও করোনা আক্রান্তদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফল উপহার পাঠানো হচ্ছে।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, এ ধরণের খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।