ফেঞ্চুগঞ্জে পি পি এম উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থায়নে ঈদ উপহার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

ফেঞ্চুগঞ্জে পি পি এম উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থায়নে ঈদ উপহার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পি পি এম উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে এবং তাদের উদ্যোগে ১৭ ই মে রবিবার বিকেলে উপজেলার পালবাড়ি বাজারের পাশে অস্থায়ী একটি ঘরে তাদের খাদ্য সামগ্রীর প্যাকেটজাত করনের প্রস্তুতি শুরু করেন। তাদের লক্ষ উপজেলার প্রায় ২০০ পরিবারের হাতে এসকল ঈদ উপহার তুলে দিতে। প্রস্তুতি শেষে তারা ভাগ হয়ে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণের কারনে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন। এ সময় ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন – লিমন, সাকিব, সায়মন, পলাশ,সাহজান, রাসেল, চুটন, সরুপ চাকলাদার, সাহিন আহমদ চুটন, হিমেল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল