কুলাউড়ায় খাদ্য সামগ্রী উপহার দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিজামুর টিপু

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

কুলাউড়ায় খাদ্য সামগ্রী উপহার দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিজামুর টিপু

নিজস্ব প্রতিবেদক
বিপদে মানুষের কল্যাণে মানুষ এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য,কুয়েত রাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নিজামুর রহমান টিপু। তিনি মানবতার দায় থেকেই ব্যক্তিগত পক্ষ থেকে তয় বারের মত উপজেলার হাজিপুর ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে ২৬৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। পাশাপাশি অারো ৩০০ পরিবারকে উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে অসহায়দের তালিকা অনুযায়ী তাদের হাতে তুলে দেয়া হবে।
হাজিপুর ইউনিয়নের পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা পরিস্থিতির কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দেন জাতীয়তাবাদী অাইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইন্জিনিয়ার সিরাজ উদ্দিন ভলু, উপজেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান ,উপজেলা শ্রমিকদল নেতা রুহুল আমিন, হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, তরুণ সংগঠক লিমন, ফাহিম ও অভিসহ হাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দূর্যোগের মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে নির্দেশনা দেন নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে এই নির্দেশনা মতে কুলাউড়ায়ও উপজেলা বিএনপি খাদ্য সহায়তা বিতরণের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় হাজীপুর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য প্রবাসী বিএনপি নেতা ও জেলা যুবদল নেতা শেখ নিজামুর রহমান টিপুর এই মানবিকতা প্রশংসনীয়।
উল্লেখ্য,মানবদরদী প্রবাসী বিএনপি নেতা ও জেলা যুবদল নেতা শেখ নিজামুর রহমান টিপু স্থানীয় কানিহাটি উচ্চ বিদ্যালয়ে ২০১২ সাল থেকে শিক্ষার মান বৃদ্ধি লক্ষে বৃত্তি চালুর মাধ্যমে হাজীপুর ইউনিয়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু করেন।এছাড়াও মসজিদ -মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও ক্রীড়াঙ্গনে স্থানীয় সংগঠনগুলোকে পুরষ্কার দিয়ে তরুন প্রজন্মদের পাশে দাঁড়ান। ফ্রি মেডিক্যাল ক্যাম্প,ঔষধ বিতরণ, অসহায়দের চোঁখ অপারেশনের যাবতীয় খরচবহনসহ বিপদগ্রস্ত সময়ে মানুষের পাশে দাঁড়ান।